প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলেন বিএনপি নেতারা

প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলেন বিএনপি নেতারা

বিএনপির প্রতিনিধি দলের সাথে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার (১২ আগস্ট) বিকেলে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীদের নিয়ে বের হয়ে আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। বলেন, প্রধান উপদেষ্টা আমন্ত্রণে তারা এসেছেন। বর্তমান সরকার কী কী করেছেন, ভবিষ্যতে কী করবেন, তা জানিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে সরকারের কী করা উচিত বলে বিএনপি মনে করে, তাও জানানো হয়েছে।

মির্জা ফখরুল বলেন, সরকারের উচিত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা। কিন্তু কোনো হত্যাকারীর সাথে তারা আলোচনা করবে না বলে আশা প্রকাশ করেন। বলেন, যারা গণঅভ্যুত্থানের মুখে বিদেশে পালিয়ে গিয়েছে, তারাই জনগণের বিজয় নস্যাৎ করার অপচেষ্টা করছে।

সংখ্যালঘুদের ওপর হামলার গল্প ফাঁদা হয়েছে দাবি করে তিনি বলেন, এগুলোর লক্ষ্য হচ্ছে ছাত্র-জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা। দ্রুত এ বিষয়ে সরকারের পদক্ষেপ নেয়া উচিত বলেও মনে করেন মির্জা ফখরুল। আশা প্রকাশ করেন, আগের মতো অসাম্প্রদায়িক এক সমাজে বাস করবে মানুষ।

নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব সরাসরি বলেন, এনিয়ে কোনো কথা হয়নি। বর্তমান অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নির্বাচনের পরিবেশ তৈরি করতে একটা নির্দিষ্ট সময় লাগবেই। এটা আমরা তাদের দিয়েছি। একাজে বর্তমান সরকারকে বিএনপি সবধরনের সহায়তা করে যাবে বলেও জানান মির্জা ফখরুল।

সরকার কোনো ধরনের আশ্বাস দিয়েছে কিনা, এমন প্রশ্নেরও উত্তর দেন বিএনপির এই সিনিয়র নেতা। বলেন, সরকার তো কাজ করছেই। বিএনপি তাদের কাজে আশ্বস্ত।

Check Also

নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা

বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *