বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহর থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন দুটি উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় তিনি জমজ দুই ভাইয়ের হারিয়ে যাওয়া দুটি মুঠোফোন একই সাথে উদ্ধার করে তাদের হাতে তুলে দেন। শুধু তাই নয়, বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইলের জিডির সূত্র ধরে এ পর্যন্ত তিনি প্রায় এক হাজার মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছেন।
এক সপ্তাহারে মধ্যে হারানো ফোন ফিরে পেয়ে রনি ও জনি দুই জমজ ভাই বলেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আরাফাত নামের এক কর্মচারি দুই ভাইয়ের দুটি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। পরের দিন থেকে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন চুরি যাওয়া মুঠোফোনগুলো উদ্ধারে তৎপরতা শুরু করেন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে তিনি দুটি ফোন উদ্ধার করে আমাদের হাতে তুলে দেন।
এ বিষয়ে উপ-পরিদর্শক বকুল হোসেন বলেন, এ কাজটি করতে পেরে আমি খুবই আনন্দিত। হারানো কোন কিছু ফিরে পেয়ে মানুষ যে আনন্দ পায় এটাই আমার বড় প্রাপ্তি এবং সাফল্য। গত দশ বছরে এক হাজারেরও অধিক ফোন উদ্ধার করেছি। সান্তাহার পুলিশ ফাঁড়িতে যোগদানের মাত্র ৬ মাসে অর্ধশতাধিক মানুষের হারানো মুঠোফোন উদ্ধার করে দিয়েছি।