বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে ভয়ভীতি প্রদর্শন বিস্ফোরক দ্রব্য বিশেষ ক্ষমতা আইনে চার জনকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, সান্তাহার পৌরসভার প্রবাসীপাাড়ার আজমল হোসেনের ছেলে সুমন ইসলাম (৩৯), উপজেলার অন্তাহার গ্রামের আক্তারের ছেলে সাঈদ আফ্রিদি (২৭), পাইকপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে তাহমিদ আহমেদ (২০) ও সান্তাহার তিয়রপাড়ার নজরুল ইসলামের ছেলে জনি হোসেন (৩২)। গত বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এলাকায় রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা ও অবরোধ কর্মসুচী বাস্তবায়নের লক্ষ্যে মোটরসাইকেল নিয়ে রাস্তায় টায়ারে অগ্নিসংযোগ ও যানবাহন চলাচলে বিঘ্ন ও পেট্রোল বোমা নিক্ষেপ সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে । এ বিষয়ে আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।