সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে খাদ্য অধিদপ্তরে চুরি

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর অফিসে চুরি সংঘটিত হয়েছে। চোরচক্র অফিসের বেলকনি টপকিয়ে  অফিস ঘরের পিছনের দরজার তালা ভেঙে টাকা,  চেকবই  ও কম্পিউটারের প্রিন্টার মেশিনসহ মুল্যবান কাগজপত্র নিয়ে যায়। গত বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম গোলাম রাব্বানী বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম গোলাম রাব্বানী জানান, আদমদীঘি উপজেলা অডিটরিয়ামের ২য় তলায় অবস্থিত উপজেলা খাদ্য অধিদপ্তরের অফিস রয়েছে। এই অফিসে গত বুধবার সারাদিন কাজ শেষে বিকেল ৫টায় অফিস বন্ধ করে সকল কর্মচারিরা বাসায় যান। ওই দিন রাতের কোন এক সময় চোরচক্র খাদ্য নিয়ন্ত্রকের অফিসের পিছনের বেলকনি টপকিয়ে ঘরের পিছনের দরজার তালা ভেঙে প্রবেশ করে ড্রয়ারে রাখা সাড়ে আট হাজার টাকা, ব্যাংকের চেকবহি কম্পিউটারের প্রিন্টার মেশিনসহ মূল্যবান কাজগপত্র চুরি করে নিয়ে যায়।
আদমদীঘি থানার উপ পরিদর্শক জাহিদুর রহমান অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করেন।

Check Also

শিবগঞ্জে আমাদের প্রয়াস নিরন্তর (আপন) নতুন সামাজিক সংগঠনের যাত্রা শুরু 

বগুড়া সংবাদ :বগুড়ার  শিবগঞ্জে আমাদের প্রয়াস  নিরন্তর (আপন)  সামাজিক সংগঠনের পথচলার যাত্রা শুরুর শুভ উদ্বোধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *