বগুড়া সংবাদ :বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসবে রথে বিদ্যুতায়িত হয়ে ৬ জন নিহত ও প্রায় অর্ধশত আহত হয়েছে। গতকাল রোববার বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ি আমতলা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
৬ জন ভক্তের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সদর উপজেলা কমিটির সভাপতি শাহনিয়াজ কবির খান পাপ্পু, সাধারণ সম্পাদক অখিল পাল, ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহা সন্তোষ, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, সদর উপজেলা কমিটির সভাপতি শুভ শংকর গুহ রায়, সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা, টিইউসি বগুড়ার সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, কৃষক সমিতি বগুড়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, উদীচী বগুড়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লব, দিন বদলের মঞ্চ বগুড়ার সভাপতি সাজেদুর রহমান ঝিলাম, সাধারণ সম্পাদক আরিফুল হক খান রনিক, যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি ফারহানা আক্তার শাপলা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ, সাধারণ সম্পাদক বায়েজিদ রহমান প্রমুখ।
আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণসহ, অনুষ্ঠানে আয়োজকদের কোন অবহেলা ছিল কি না তা তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন বিবৃতিদাতারা।
বিবৃতিদাতারা উল্লেখ করেন এই রথযাত্রা অনুষ্ঠানের আয়োজন করে ইসকন । এর আগেও ইসকনের আয়োজনে অনুষ্ঠানে এ রকম ঘটনা ঘটেছিল । তারপরও ইসকন কেন সতর্ক হয়না। শহরের রাস্তার ওপরে থাকা বৈদ্যুতিক তারের অবস্থান অনুযায়ী ঠিক কত ফুট উচ্চতায় রথ ওঠানো যাবে সে বিষয়ে আয়োজকদের আগে থেকেই সতর্ক থাকা উচিত ছিল। বিষয়টি সরেজমিন তদন্ত খুবই প্রয়োজন।