কাহালুতে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন

বগুড়া সংবাদ :  মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে ২০২৩-২৪ অর্থ বছরের খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪”শ ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস । উক্ত বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মতলুবর রহমান বিপিএএ। অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা (অতিরিক্ত) কৃষি অফিসার মো. মীর কাশিম আলী, কাহালু উপজেলা আওয়ামীলীগের
সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এস আই মহিউদ্দিন, উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়, জাহেদুর রহমান (জাহিদ),
উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা সহ উপ-সহকারি অফিসারবৃন্দ, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকবৃন্দ। উল্লেখ্য যে, প্রতি জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি
ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।

Check Also

নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা

বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *