

বগুড়া সংবাদঃ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বগুড়ার প্রথম কমিউনিটি রেডিও “রেডিও মুক্তি ৯৯.২ এফ এম” এর ১যুগ পূর্তি অনুষ্ঠান।
১৫ডিসেম্বর ২০২৩,শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে ১যুগ পূর্তি অনুষ্ঠান।
রেডিও মুক্তি’র স্টেশন ম্যানেজার ও সিনিয়র উপস্থাপক আরিফ চৌধুরির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার।বিশেষ অতিথি ছিলেন বগুড়ার সর্ববৃহৎ পাইকারি বাজার রাজাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক পরিমল প্রসাদ রাজ।
অনুষ্ঠানে ২০১২ থেকে ২০২৩ পর্যন্ত রেডিও মুক্তি ৯৯.২ এফ এম এর সাথে যুক্ত সকল অনুষ্ঠান সঞ্চালকদের সনদ প্রদান করা হয় এবং বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য ১২জনকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা