সর্বশেষ সংবাদ ::

বগুড়ার প্রথম কমিউনিটি রেডিও ” রেডিও মুক্তি এফ এম ৯৯.২” এর এক যুগ পূর্তি অনুষ্ঠান উদযাপন

বগুড়ার প্রথম কমিউনিটি রেডিও রেডিও মুক্তি এফ এম ৯৯.২ এর এক যুগ পূর্তি অনুষ্ঠান উদযাপন

বগুড়া সংবাদঃ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বগুড়ার প্রথম কমিউনিটি রেডিও “রেডিও মুক্তি ৯৯.২ এফ এম” এর ১যুগ পূর্তি অনুষ্ঠান।
১৫ডিসেম্বর ২০২৩,শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে ১যুগ পূর্তি অনুষ্ঠান।

রেডিও মুক্তি’র স্টেশন ম্যানেজার ও সিনিয়র উপস্থাপক আরিফ চৌধুরির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার।বিশেষ অতিথি ছিলেন বগুড়ার সর্ববৃহৎ পাইকারি বাজার রাজাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক পরিমল প্রসাদ রাজ।

অনুষ্ঠানে ২০১২ থেকে ২০২৩ পর্যন্ত রেডিও মুক্তি ৯৯.২ এফ এম এর সাথে যুক্ত সকল অনুষ্ঠান সঞ্চালকদের সনদ প্রদান করা হয় এবং বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য ১২জনকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।

Check Also

বগুড়ার উপশহরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল

বগুড়া সংবাদ : বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও শহর আমীর অধ্যক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *