বগুড়া সংবাদঃ ৪ এপিবিএন, বগুড়ার মাদক বিরোধী অভিযানে ৩৫ (পঁত্রিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। অদ্য ১৬/১২/২০২৩ খ্রি. ভোর ০৫.১০ ঘটিকায় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন রহবল ভাই ভাই মার্কেটের সামনে ঢাকা টু রংপুরগামী মহাসড়কের পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩৫ (পঁত্রিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আসামী ১। মোঃ রনি (৩০), পিতা-মৃত ইউসুফ আলী, মাতা-ছালেহা বেগম, সাং-কুতুবপুর, থানা-শিবচর, জেলা-মাদারীপুর, ২। মোঃ হেলাল উদ্দিন কামাল (৩২), পিতা-মৃত সহিনুল @ নলী, মাতা-মৃত সাফিয়া বেগম, সাং-নওশাসন, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুরদ্বয়কে গ্রেফতার করা হয়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ১,০৫,০০০/- (এক লক্ষ
পাঁচ হাজার) টাকা। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আব্দুর রাজ্জাক এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল এর
তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই(নিঃ) মোঃ রুহুল আমিন, এএসআই(নিঃ) মোঃ রেজাউল করিম, কং/ফজলে রাব্বি, কং/মোঃ মাসুম মিয়া, কং/মোঃ
শামীম হোসেন, কং/মোঃ আব্দুল্লাহ শেখ, কং/মোঃ ফজলুল রহমান এবং নারী কং/মোছাঃ সুলতানা এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার শিবগঞ্জ থানায় ২০১৮
সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(খ) একটি মামলা দায়ের করা হয়েছে।
Check Also
কাহালুতে পূজামন্ডপ পরিদর্শণ করলেন বগুড়া জেলা প্রশাসক
বগুড়া সংবাদ: হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শনিবার সন্ধ্যায় বগুড়ার কাহালু পৌর …