সর্বশেষ সংবাদ ::

জাতিগত ভেদাভেদ নয়, সম্প্রীতির মেলবন্ধনে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে – সুদীপ কুমার চক্রবর্ত্তী

 

বগুড়া সংবাদ : আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একাডেমিক শিক্ষার পাশাপাশি স্ব স্ব ধর্মের ধর্মীয় শিক্ষায় জ্ঞান অর্জন করতে হবে। তবেই আমাদের আগামী দিনগুলো সুন্দর ও মধুময় হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমাদেরকে এই
সম্প্রীতির মেলবন্ধনে ঐক্যবদ্ধ হতে হবে। গত ৭ এপ্রিল রোববার সন্ধ্যায় দুপচাঁচিয়া উপজেলার গয়াবান্ধা গয়াচন্ডী কালী মন্দির প্রাঙ্গণে ১৬ প্রহর
ব্যাপী লীলা কীর্ত্তন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়ার পুলিশ সুপার ও পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি সুদীপ কুমার
চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম উপরিউক্ত কথাগুলো বলেন। মন্দির কমিটির সভাপতি শ্যামাপদ সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রঞ্জন সরকার ভানুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনতন চন্দ্র সরকার, তালোড়া পৌরসভার মেয়র আব্দুল জলির খন্দকার, তালোড়া পৌর আ’লীগের সাধারন সম্পাদক মামুনুর রশীদ রাজু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ সরকার, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারন সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক মহসিন আলী, দুপচাঁচিয়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলামসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।

Check Also

রূপপুরে নতুন বিদ্যুৎ লাইন চালু, বগুড়া সহ ৩ জেলায় সতর্কতা

  বগুড়া সংবাদ : পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বগুড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *