বগুড়া সংবাদ : ঠনঠনিয়া নূরুন আলা নূর ফাযিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল সম্পন্ন ঠনঠনিয়া নূরুন আলা নূর ফাযিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ এপ্রিল মাদরাসার হল রুমে ১৯৯৯-২০২৪ সাল পর্যন্ত প্রায় সকল ব্যাচের অংশগ্রহণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় দেড় শতাধিকের বেশি সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ সৃস্টি হয়। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত থেকে সংগঠনকে এগিয়ে নেয়ার ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন- মাদরাসার অধ্যক্ষ জনাব রাগেব হাসান ওসমানি,সহ-সভাপতি জনাব শাব্বির আহমাদ ওসমানি সহ,অনেক প্রাক্তন ও বর্তমান শিক্ষকবৃন্দ। প্রাক্তন ছাত্রদের পক্ষথেকে, জনাব আব্দুল বারী রশিদী,জনাব এম আব্দুল্লাহ আল মামুন,জনাবরেজাউল করিম খান,ও আব্দুর রহমান সাব্বির বক্তব্য প্রদান করেন। সভায় বক্তারা,সংগঠনকে এগিয়ে নেয়ার ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদ উল কাদির ও সাধারন সম্পাদক জনাব আবু তারেক বলেন, আমাদের নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পর এটি আমাদের প্রথম প্রোগ্রাম ছিল। সকলের সহযোগিতায় ইফতার মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়েছে। সবার ঐকান্তিক প্রচেষ্টার জন্য সবার প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছেন। সব ব্যাচের অংশগ্রহণ ইফতার মাহফিলকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। এ ছাড়াও ঠনঠনিয়া নূরুন আলা নূর ফাযিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দায়িত্বশীলবৃন্দ এবং মাদরাসার শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা আয়োজনে উপস্থিত ছিলেন।