বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনে ট্রেন থেকে ১ কেজি হেরোইন উদ্ধার করেছে ১৬ বিজিবি, নওগাঁ।গতকাল মঙ্গলবার বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত সোমবার বিকালে উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের প্লার্টফর্মে দাঁড়িয়ে থাকা খুলনা হতে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস এর ক নং বগি হতে পরিত্যক্ত অবস্থায় এক কেজি এক শত গ্রাম হেরোইন উদ্ধার করে ১৬ বিজিবি, নওগাঁ।বিজিবি ১৬-এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় রূপসা ট্রেনের ভিতর থেকে এক কেজি এক শত গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে “বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারী একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। সেই ব্যাগ থেকেই এই হেরোইন উদ্ধার করা হয়। অভিযানের সময় সান্তাহার রেলওয়ে থানার সমন্বয়ে একটি টাস্কফোস গঠন করা হয়। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, বিজিবি অভিযানের পর রাতেই উদ্ধারকৃত কথিত হেরোইন থানায় হস্তান্তর করে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা