বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ডাকাতির কাজের ব্যবহৃত দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।সান্তাহার পুলিশ ফাঁড়ি সুত্রে যায়, গত সোমবার (২৫ মার্চ) রাত ১২ টা ৫০ মিনিটের সময় উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া পরিতাক্ত রেলেওয়ে রেস্ট হাউজের সামনে অভিযান চালিয়ে ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা।গ্রেপ্তারকৃতরা হলেন, দুপচাঁচিয়া উপজেলার দেবখন্ড গ্রামের মৃত আজিজার মন্ডলের ছেলে সামসুল হক (৫৪), নওগাঁ জেলার সদর থানার সাহাপুর গ্রামের মৃত অমূল্য সরকারের ছেলে আব্দুর রশিদ ও আত্রাই থানার আটগ্রাম এলাকার কফিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম।এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের সাহেবপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে ডাকাতির কাজের ব্যবহৃত দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল জব্দ করা হয়। ডাকাত দলের তিন সদস্যের মধ্যে দুই সদস্য পাশর্বতী নওগাঁ জেলার এবং এক সদস্য অন্য উপজেলার। তারা সকলেই সান্তাহার পৌর শহরে বিভিন্ন বাসা ভাড়া নিয়ে ডাকাতি করতো বলে জানা যায়।
Check Also
ধুনটে কৃষক প্রশিক্ষণ ও ধান বীজ বিতরণ
বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর প্রিমিয়াম কোয়ালিটি ধান প্রযুক্তি …