সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বগুড়া সংবাদ :  বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়ে ।

বগুড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং সংগঠন দিবসটি যথাযোগ্য মর্যাদায় শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

মঙ্গলবার ভোরে সূর্যদোয়ের সাথে সাথে বগুড়া জিলা স্কুল মাঠে ৩১বার তোপধ্বনির ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। এরপর মুক্তির ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন বগুড়া জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।

এরপর পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী পুস্পস্তবক অর্পণ করেন।

এরপরে জেলার সরকারি, বেসরকারি নানা দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের নেতারা ও সাধারণ মানুষেরা ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের শ্রদ্ধা জানান।

সকাল ৮টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

বগুড়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে দিনব্যাপী বর্ণাঢ্য সব আয়োজন হাতে নেওয়া হয়েছে।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *