বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পরপর উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কাহালু থানা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওঃ আব্দুল্লাহ আল গালিব। পবিত্র কোরআন তেলাওয়াত এর পর সকাল ৮ টায় কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা অনুষ্ঠানিক ভাবে উত্তোলন করেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। জাতীয় পতাকা উত্তোলনের পর কুচকাওয়াজ গ্রহন করেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ ও কাহালু থানা
অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা। বেলুন ও পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/২৪ইং এর উদ্বোধন করেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ) ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু মুসা, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, কাহালু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
মো. আব্দুল আলীম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ লালু, রওশন আকতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার
ডাঃ নীল রতন দেব, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণীসম্পাদ অফিসার ডাঃ মাহবুব হাসান চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নুর নবী, উপজেলা প্রকৌশলী মো. মোকলেছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার কাজী মো. জাহাঙ্গীর আলম, কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক পি এম মাকছুদুর রহমান, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন প্রামানিক সহ উপজেলাপ্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। বিকেল ৪ টায় কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে বীরমুক্তিযোদ্ধাদেও সংবর্ধনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্বে এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
Check Also
১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস
বগুড়া সংবাদ : বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের …