বগুড়া সংবাদ : বগুড়া রুচিতা হোটেলে অভিযান দুই লাখ টাকা জরিমানা। পচা দুর্গন্ধ যুক্ত মুরগী রাখার অপরাধে বগুড়া শহরের নবাববাড়ি সড়কের রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্টে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১৫ মার্চ) ইফতারের পর তারা এই অভিযান চালায়। অভিযানেহোটেলটি সিলগালা করে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা রাসেল মিয়া উপস্থিত ছিলেন। হোটেলটির স্বত্ত্বাধিকারী সেউজগাড়ির প্রদীপ কুমার পাল।
বগুড়া রুচিতা হোটেলে অভিযান দুই লাখ টাকা জরিমানা
তিনি জানান, শুক্রবার বিকেলে রুচিতা হোটেল থেকে মিলন চন্দ্র মোহন্ত নামে এক কর্মচারী ৩০ কেজি ব্রয়লার মুরগীর মাংস নিয়ে ফতেহ আলী বাজারে প্রক্রিয়াজাত করতে যায়। এসময় বাজারের লোকজন মুরগীগুলো পঁচা বলে অভিযোগ করে প্রশাসনকে খবর দেয়। পরে খবর পেয়ে সেখানে গিয়ে দেখা যায় মুরগীগুলো পঁচা যা খাওয়ার অযোগ্য।