সর্বশেষ সংবাদ ::

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা স্বর্ণালংকার৷ লুট-ককটেল বিস্ফোরণ

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি ‎গাবতলী বগুড়া) :  ‎বগুড়ায় গভীর রাতে দই ব্যবসায়ীর বাড়িতে লোকজনকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার ডাকাতির ঘটনা ঘটেছে।‌‌ ডাকাতরা ওই বাড়ি সহ আশপাশের কয়েকটি বাড়ির দরজা বাইর থেকে আটকে রাখে।‌ যাওয়ার সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
‎বুধবার (২১ জানুয়ারি) দিনগত গভীর রাতে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। ‎ভুক্তভোগী ভক্তরাম বিশ্বাস জানান, রাত দুইটার পর গোয়ালঘর থেকে গরুর ডাক শুনে ঘরের দরজা খুলে আমি ও‌ ছেলে পঙ্কজ বিশ্বাস। এ সময় মুখোশ পরা ১৫ থেকে ১৬ জনের এক দল ডাকাত ঘরে ঢুকে পড়ে। ডাকাতেরা গৃহকর্তা ভক্তরাম বিশ্বাস ও‌ গৃহকর্তী সবিতা রানী দাসকে মারধর করে। তাদেরকে জিম্মি করে ফেলে । সিন্দুক ভেঙে নগদ দুই লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণের গহনা লুট করে নেয়। এ ছাড়া তারা বাড়ির দরজা বাইরে থেকে আটকে দেয় এবং প্রতিবেশীদের কয়েকটি বাড়ির দরজাও একইভাবে বন্ধ করে রাখে। ‎তিনি আরও জানান, আমাদের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে ওই ফাঁকা মাঠ থেকে ককটেলের আলামত সরঞ্জাম উদ্ধার করেছে। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের শ্মনাক্ত ও গ্রেপ্তারের পুলিশের একাধিক টিম কাজ করেছে।

Check Also

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে বগুড়ার চেহারা পাল্টে যাবে –সাবেক এম পি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ : কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া-৪. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *