বগুড়া সংবাদ : বৃহস্পতিবার বগুড়া শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন বগুড়া আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরনের উদ্দেশ্যে জেলা ইমাম সম্মেলন ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপ পরিচালক শাফিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার শাহাদাত হোসেন পিপিএম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ ইমামুল ইসলাম, বগুড়া জেলা সিনিয়ার তথ্য অফিসার মাহফুজার রহমান। বক্তারা বলেন দেশের চাবি আপনার হাতে। ইমামদের বলেন সমাজের বৈষম্য দুর করতে নির্বাচনে হ্যাঁ ভোট দিতে সকল মসজিদে প্রচারণা চালানোর জন্য সকলের প্রতি আহবান জানান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
