সর্বশেষ সংবাদ ::

তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের ১০৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের ১০৮তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল সকালে ম্যারাথন, বেলা ১০টায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এ উপলক্ষে ১৬জানুয়ারি শুক্রবার এক বর্ণাঢ্য র‌্যালি বিদ্যালয় চত্বর হতে বের হয়ে তালোড়া বাজার এলাকা প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বিদ্যালয়োর প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোকলেছার রহমান, অত্র বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক সেরাজুল হক খন্দকার, তালোড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র দাস, তালোড়া পৌর বিএনপির সাবেক সভাপতি আবু হোসেন সরকার আবুল, তালোড়া চাউল কল মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব নূরে আলম চৌধুরী পারভেজ, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবু হেলাল, শহীদ লিটন স্মৃতি সংসদের সভাপতি আল মুত্তাকিন মুরাদ প্রমুখ। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Check Also

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন: দুই কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়ায় অস্বাস্থ্যকর ও অনিরাপদভাবে খাদ্য উৎপাদনের দায়ে দুইটি চানাচুর কারখানাকে ১ লাখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *