সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশন ও মানবতার সেবা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বগুড়া সংবাদ : বাংলাদেশ মানবাধিকার কমিশন এরুলিয়া ইউনিয়ন শাখা ও মানবতার সেবা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় এরুলিয়া ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
একই অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশন এরুলিয়া ইউনিয়ন শাখার ৪নং শাখার নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের আনুষ্ঠানিকভাবে অভিষেক সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তরের গভর্নর ও আজীবন সদস্য আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বগুড়া জেলা শাখার সভাপতি নুরুন্নবী বুলু এবং সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় সভাপতি, সিনিয়র সাংবাদিক মমিনুর রশিদ শাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন এরুলিয়া ইউনিয়ন শাখার নবনির্বাচিত সভাপতি রায়হান আলী।
বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও মানবিক দায়িত্ববোধ থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে দরিদ্র মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করেন। একই সঙ্গে নবনির্বাচিত কমিটির সদস্যদের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে মানবাধিকার কার্যক্রম আরও গতিশীল হবে বলেও বক্তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানটি স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।
সার্বিক আয়োজনে ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন এরুলিয়া ইউনিয়ন বগুড়া সদর শাখার কার্যনির্বাহী কমিটির ১.মোঃ রায়হান আলী সভাপতি, ২.মোঃ আহসান হাবীব সহ-সভাপতি ৩. মোঃ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক ৪. মোঃ বিপুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক, ৫ মোঃ ফিজু সাকিদার, যুগ্ম সম্পাদক ৬. মোঃ শামীম ইসলাম সহ যুগ্ন সম্পাদক ৭. মোঃ আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক ৮.মোঃ লিমন হোসেন যুগ্ম অর্থ সম্পাদক, ৯. মোঃ সাজু ইসলাম, সাংগঠনিক সম্পাদক, ১০, শ্রী সুনীল রায় সহ সংগঠনিক সম্পাদক ১১. মোঃ জিল্লুর রহমান, প্রচার সম্পাদক, ১২. মোঃ সোহাগ ইসলাম ,আইনৰ সম্পাদক ১৩. মোছাঃ: লতা | ইসলাম, মহিলা বিষয়কৰ সম্পাদক ১৪. মোঃ হাসিনৰ মুহিব সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক,১৫. মোঃ ইখলাস আকন্দ ফাইন, আন্তর্জাতিক সম্পাদক ১৬. মোঃ আরমান সরদার দপ্তর সম্পাদক, ১৭. মোঃ আবুল কাশেম দপ্তর সম্পাদক ২ ১৮. মোছা: রিমা খাতুন, সাংস্কৃতিক সম্পাদক, ১৯. মোঃ মিজান কার্যনির্বাহী সদস্য ২০. শ্রী অশীষ কুমার, কার্যনর্বাহী সদস্য, ২১. মো আমিনুর সরদার, কার্যনির্বাহী সদস্য।

Check Also

কাহালুতে রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জেল-২

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুতে রাস্তার গাছ কাটার অভিযোগে শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে নাজিম (২২) ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *