সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

বগুড়া সংবাদ : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বগুড়ায় দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে শহরের কালোনী সংগঠন কার্যালয়ে উর্দুভাষী জনগোষ্ঠীর বৃহত্তম সংগঠন এসপিজিআরসি বগুড়া জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা এ্যাডভোকেট ফেরদৌসী আক্তার রুনা, আনোয়ার হোসেন পলাশ। এসময় উপস্থিত ছিলেন এসপিজিআরসি জেলা শাখার কার্যকরী সভাপতি শাহ নেওয়াজ খান হিরু, সহ-সভাপতি আফজাল হোসেন, ওয়াসি আহম্মেদ চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আজগর, সাংগঠনিক সম্পাদক রানা, দপ্তর সম্পাদক হাসনাইন, সদস্য মোঃ কালাম, পারভেজ আলম, সেলিম, মোঃ তাসাওয়াদ, আইনুল, ইব্রার আলী ভুট্টু, আফরোজ আলম, রুস্তম আলী, সুলতানা বেগম, আজম, হান্নান সিদ্দিকীসহ প্রমুখ। অনুষ্টানে শহরের কলোনী এলাকার ৭টি ক্যাম্পে বসবাসরত উর্র্দুভাষীদের মাঝে দেড় শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। এরআগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

Check Also

কাহালুর ব্যবসায়ীদের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ : শনিবার দুপুরের বগুড়ার কাহালু বাজার পাকুতলা বণিক সমিতির সাধারণ সম্পাদক কাজী রাশেদুল রহমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *