বগুড়া সংবাদ :
আগামীকাল ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা সফরের কথা ছিল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। নির্বাচন কমিশনের অনুরোধে তাঁর উত্তরাঞ্চলের সফর স্থগিত করা হয়েছে। শুক্রবাব রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, আগামী ১১ জানুয়ারি থেকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য তারেক রহমান দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তা দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত করা হয়েছে।
এর আগে, মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় স্থায়ী কমিটির সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। সেইসঙ্গে তিনি দল পরিচালনায় যেন সফল হতে পারেন, সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, সফরের প্রথম দিন ১১ জানুয়ারি ঢাকায় কর্মসূচি শেষে গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। পরে তিনি বগুড়ায় পৌঁছাবেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
