সর্বশেষ সংবাদ ::

অনলাইন জুয়া বিরোধে লোটো শোরুম ম্যানেজার হত্যা প্রধান অভিযুক্ত গ্রেফতার

বগুড়া সংবাদ :  বগুড়ার দুপচাঁচিয়ায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী লোটো শোরুম ম্যানেজার পিন্টু আকন্দ (৩৮) হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত মোঃ মোক্তার হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব।
র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র‍্যাব-১, সিপিসি-২ উত্তরা’র যৌথ অভিযানে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার সন্ধ্যায় (২৯ ডিসেম্বর) র‍্যাব-১২ এর লেফটেন্যান্ট বিএন কোম্পানি কমান্ডার ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
র‍্যাব সূত্র জানায়, গত ২২ ডিসেম্বর রাতে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন সিও অফিস মোড় সংলগ্ন খন্দকার মার্কেটে অবস্থিত তৌফিক এলাহী সুজনের মালিকানাধীন লোটো শোরুম বন্ধ করার সময় অজ্ঞাতনামা ৬-৭ জন দুষ্কৃতকারী শোরুমে প্রবেশ করে। তারা শোরুম ম্যানেজার পিন্টু আকন্দকে জোরপূর্বক টানা-হেঁচড়া করে একটি সাদা রঙের হাইএস মাইক্রোবাসে তুলে অপহরণ করে।
পরবর্তীতে আদমদিঘী উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের একটি পাকা সড়কের পাশে নিয়ে গিয়ে তাকে নাকে-মুখে স্কচটেপ পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নামে র‍্যাব-১২।
গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৮ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মোক্তার হোসেনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, অনলাইন জুয়াকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্তরা অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম 1xBet-এ বড় অঙ্কের টাকা হারানোর পর ভিকটিমের কাছ থেকে এজেন্টশিপ ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই পিন্টু আকন্দকে অপহরণ করা হয় এবং একপর্যায়ে হত্যা করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Check Also

৩৭ বগুড়া ২ শিবগঞ্জ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ ,বগুড়া) :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *