সর্বশেষ সংবাদ ::

নন্দীগ্রামে ভ্রাম্যমান আদালতে জরিমানা

বগুড়া সংবাদ :  নন্দীগ্রাম উপজেলায় ইফতারের দোকানে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে ও মানসম্মত ইফতারের ক্রয়-বিক্রয় মনিটরিংয়ের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় একটি ভোক্তা অধিকার আইনে ৫হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার বিকেলে নন্দীগ্রাম পৌর শহরসহ উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন, উপজেলা খাদ্য কর্মকর্তা শারমিন আখতার। ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে বিভিন্ন বাজারে ইফতারের দোকানসমূহে স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে কী না, সাজিয়ে রাখা খাবার যথাযথভাবে ঢেকে রাখা হয়েছে কী না, স্বাস্থ্যসম্মত মোড়কে ও মানসম্মত প্রক্রিয়ায় খাবার বিক্রয় করা হচ্ছে কী না এসব বিষয় তদারকি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবির। এসময় উপজেলার সিমলা বাজারের মোশারফ হোসেনের চানাচুরের দোকানে ট্রেড লাইন্সেস না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবির।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *