সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় আল-হেরা নূরানী মাদ্রাসার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ায় আল-হরা নূরানী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুর¯ার বিতরণ ও অভিভাবক সমাবশ অনুষ্ঠিত হয়ছ। ১৭ডিসম্বর বুধবার মাদ্রাসা চত্বর সদর ইউনিয়নর সাবক চয়ারম্যান মাজাম্মল হক তালুকদার কায়কাবাদ এর সভাপতিত্ব ও মাদ্রাসার মুহতামীম এইচএম ইউনুছ আলী আসলাম এর পরিচালনায় অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখন বাংলাদশ নূরারী তা’লীমুল কারআন বার্ডর আঞ্চলিক পরিচালক আলহাজ্ব হাফজ মাওঃ আব্দুল হাই ইয়াহ্ইয়া। উদ্বাধকর বক্তব্য রাখন দুপচাঁচিয়া মদিনাতুল উলুম হাফজিয়া ক্বওমী মাদ্রাসার সহকারী শিক্ষক হাফজ মাওঃ শফিকুল ইসলাম। সম্মানিত অতিথির বক্তব্য রাখন দুপচাঁচিয়া উপজলা স্বা¯্য কমপ্লক্সর মডিকল অফিসার রজাউর রহমান রমি। শুভছা বক্তব্য রাখন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি আমিনুর হাসন ইমন। বিশষ অতিথির বক্তব্য রাখন উপজলা প্রসক্লাবর সাবক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, ভালতা জামিউল উলুম নূরারী ও হাফজিয়া ক্বওমী মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ রুহুল আমিন, খালাশা পূর্বপাড়া মসজিদর খতিব হাফজ মাওঃ আব্দুল হক মূসা, দুপচাঁচিয়া পুরাতন বাজার জাম মসজিদর পশ ইমাম হাফজ মাওঃ শহিদুল ইসলাম, সঞ্জয়পুর তা’লীমুল কারআন নূরানী মাদ্রাসার মুহতামীম মাওঃ আব্দুল্লাহ আল বাকী প্রমুখ।

Check Also

সোনাতলায় দরিদ্র শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ

বগুড়া সংবাদ : সোনাতলা সদর ইউনিয়নের সুজাইতপুর গ্রামে সমাজসেবা সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *