বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলা সরকারি নাজির আখতার কলেজ প্রশাসনের আয়োজনে কলেজের দাতা প্রতিষ্ঠাতা মরহুম সৈয়দ নূরুল হুদার ৩৬তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে কলেজের নামাজ ঘরে মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরানখানি,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ প্রফেসর মঞ্জুর কাদের। এছাড়া বক্তব্য দেন সহযোগী অধ্যাপক আব্দুল কাদের,সহকারী অধ্যাপক আব্দুস সবুর,ওবায়েদ ওয়ালী,মাওলানা শাহিনুর ইসলাম,বিএনপি নেতা এসএম হাদী প্রমুখ। বক্তারা দানবীর মরহুম সৈয়দ নূরুল হুদার জীবনী তুলে ধরেন। উপস্থিত ছিলেন কলেজের অন্যান্য শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীরা। দোয়া পরিচালনা করেন তত্বাবধায়ক লাইব্রেরীয়ান মাও.মোহসীন আলী আকন্দ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
