বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলার চান্দারপাড়া ইছামতি নদীর তীর সংলগ্ন স্থান থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদÐ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দÐাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: খায়রুজ্জামান।
অর্থদÐপ্রাপ্ত ব্যক্তির নাম রাকিব। তিনি ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের খলিল শেখের ছেলে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: খায়রুজ্জামান জানান, ধুনট উপজেলার পশ্চিম চান্দারপাড়া এলাকায় ইছামতী নদীর তীর সংলগ্ন স্থান থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার অপরাধে রাকিব নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
