সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সাংবাদিকদের সাথে হাইওয়ে পুলিশ সুপারের মতবিনিময়

 

 

বগুড়া সংবাদ : বগুড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে হাইওয়ে পুলিশ সুপার বগুড়া রিজিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) বেলা ১১টায় শহরের বারোপুর হাইওয়ে পুলিশ রিজিয়ন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ শহিদ উল্লাহ। বক্তব্যে তিনি বলেন, মহাসড়কে নিরাপত্তা এবং শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে। বগুড়া রিজয়ন পুলিশের লোকবল সীমাবদ্ধতার মধ্য দিয়েও আমরা জনগণকে সেবা দিয়ে যাচ্ছি। মহাসড়কের চাঁদাবাজি বন্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। যারা আইন অমান্য করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মহাসড়কে দুর্ঘটনা কমাতে মালিক, চালকদের নিয়ে সভা করা হচ্ছে। এছাড়া সাধারণ জনগণের মাঝে সচেতনতা বাড়াতে মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরো বলেন, মহাসড়কে নিরাপত্তা, শৃংখলা এবং সেবার মান নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর। আমরা বিশ্বাস করি জনগণের সহযোগিতা ও আস্থাই আমাদের মূল শক্তি। নিরাপদ দেশ গড়ার লক্ষ্যে সড়ক দূর্ঘটনা হ্রাস, দ্রুত উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সচেতনতা মূলক কার্য্যক্রমের মাধ্যমে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভা আরো বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার, কুন্দরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান, বগুড়ার সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, আবদুর রহমান টুলু, ফজলে রাব্বি ডলার, রাহাত রিটুসহ কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

Check Also

বগুড়ার নুনগোলায় হিন্দুপল্লীতে জামায়াত প্রার্থীর গণসংযোগ কল্যাণ রাস্ট্র গঠনে সকল ধর্মের মানুষ কে এক সাথে কাজ করতে হবে: সোহেল

বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদ প্রার্থী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *