বগুড়া সংবাদ : সোনাতলায় উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং এলডিডিপি-এর সহযোগিতায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মিজানুর রহমানের সভাপতিত্বে ও ভিএস ডা.মোস্তফা কামালের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন ও বক্তব্য রাখেন। তিনি বক্তব্যে বলেছেন অনেকে অল্প লাভের আশায় রোগাক্রান্ত গরু ছাগল বিক্রি করে থাকেন। এটা পরিহার করা উচিত। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদেরকে এ বিষয়ে সচেতন হতে হবে। তিনি আরো বলেছেন, প্রাণিসম্পদ বিভাগ ও কৃষি বিভাগ ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। পাশাপাশি খামারীদেরও ভূমিকা রয়েছে। আশা করি গবাদিপ্রাণি পালন বিষয়ে সকলকে গুরুত্ব দেয়া উচিত। অনেকে মৃত গরু কিংবা ছাগল জবাই করে মাংস বিক্রি করে থাকেন। এমনও সংবাদ আমার কানে পৌঁছে। এমন কাজ যেন কেউ করতে না পারে এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন ও এসিল্যান্ড শাহানাজ পারভীন। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুজ্জামান,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ রোকসানা,উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রুহুল আমিন,যুব উন্নয়ন কর্মকর্তা শাহ জামাল,নির্বাচন কর্মকর্তা সোহাগ চৌধুরী,পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহেদুল ইসলাম,পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সাইফুল ইসলাম,এজিএম ইঞ্জিনিয়ার সাগর দেবনাথ,সমবায় অফিসের সহকারী পরিদর্শক সাকিরুল ইসলাম ও সোনাতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ হোসেন মজনু-সহ অনেকে। প্রদর্শনীতে বেশ কিছু স্টল স্থাপন করা হয়। অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন। প্রদর্শনী শেষে বিকেলে অংশগ্রহণকারী খামারীদের সার্টিফিকেট,অর্থ পুরস্কার ও বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা