
বগুড়া সংবাদ :“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণি সম্পাদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সারাদিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রাণী সম্পদ অফিসার ডাঃ বেনজীর আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুদা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমূখ। এবারে সারাদিন ব্যাপী অনুষ্ঠানে প্রদর্শনীতে ২০টি স্টল অংশ করে। স্টলগুলোতে শাহীওয়াল ষাঁড়, হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী, মহিষ, যমুনা পারি, হরিয়ানী, গজারি জাতের খাসি, গাড়ল জাতের ভেড়া, প্রিন্স জাতের পাখি, মিশরী মুরগী, ঘোড়া, উন্নত জাতের কুকুর, বেইজিং জাতের হাঁস, খাকি ক্যাম্বেল হাঁস, টাইগার মোরগসহ বিভিন্ন জাতের পশু-পাখি প্রদর্শন করা হয়। বিকেলে পুরষ্কার বিতরণের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপ্তি ঘোষনা করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা