সর্বশেষ সংবাদ ::

তালাড়ায় বিএনপি নেতা জলিলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

বগুড়া সংবাদ : দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল খন্দকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। রবিবার (২৪ নভেম্বর) রাতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছিল। তালোড়া এলাকায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে তাঁর আবেদনের প্রেক্ষিতে ও দলীয় সিদ্ধান্ত মোতাবেক সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বহিষ্কারাদেশ তুলে নেওয়ার খবর পেয়ে তালোড়া বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহ ফিরে এসেছে। তারা বলছেন, এ সিদ্ধান্তের ফলে তালোড়া বিএনপিতে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এবং তৃণমূল সংগঠন আরও গতিশীল হবে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিক্রিয়ায় আব্দুল জলিল খন্দকার দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
“বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি পেয়েছি। এখন তালোড়ায় বিএনপিকে সুসংগঠিত করতে এবং তৃণমূল নেতাকর্মীদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাব।”

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *