বগুড়া সংবাদ : দেশের শীর্ষ জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার-এর গৌরবোজ্জ্বল সফল পথচলা দশ বছরে পদার্পণ উপলক্ষে শনিবার (২২ নভেম্বর ২০২৫) রাজধানীর কাকরাইলে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন (২য় তলা), আইডিইবি ভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। উৎসবমুখর এই আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন জেলা–উপজেলা থেকে আগত প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ উপলক্ষে বিভিন্ন জেলা থেকে কৃতী প্রতিনিধি ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পেয়েছেন—বাংলাদেশ সমাচারের উপদেষ্টা সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মমিনুর রশিদ শাইন। তিনি তৃনমুল সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে এবং পেশাদার সাংবাদিক তৈরীতে অনবদ্য ভুমিকা রেখে চলেছেন। তার সাংগঠনিক দক্ষতা দিয়ে।
দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে। দুই পর্বে আয়োজিত এ বর্ণিল অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, স্মৃতিচারণ, কৃতী সাংবাদিক ও গুণীজন সম্মাননা এবং বিশেষ আয়োজন। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জোবায়দা বেগম,
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলমগীর খান,
Sea Shell Group-এর স্বত্বাধিকারী ও চেয়ারম্যান মো. আমান উল্ল্যা,
অপকার-এর নির্বাহী পরিচালক রোটারিয়ান মো. আলমগীর পিএইচএফ,
এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর কো–ফাউন্ডার অঞ্জন মল্লিক এফসিএ এবং
কথাশিল্পী ও সমাজকর্মী বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান।
সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান বলেন, “গত এক দশকে পাঠক, বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও ভালোবাসায় বাংলাদেশ সমাচার দেশের গণমাধ্যমে সুনামের সঙ্গে এগিয়ে চলেছে। সুসমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতা অব্যাহত রাখবো।”
প্রধান অতিথি সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “দশ বছরের পথচলা একটি অর্জন। সংবাদপত্রের মূল শক্তি হলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন। গণতান্ত্রিক বাংলাদেশের অভিযাত্রায় গণমাধ্যম আরও শক্তিশালী ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।”
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের অগ্রগণ্য ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হয় এবং প্রকাশিত হয় ৪৪ পৃষ্ঠার বিশেষ সংখ্যা।
দিনজুড়ে শিল্পপতি, গবেষক, শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মীসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ আলোচনা ও মতবিনিময়ে অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
