বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। বুধবার বিকালে আদমদীঘি আইপিজে উচ্চ বিদ্যালয় মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান। এই প্রীতি ম্যাচে অংশ গ্রহণ করেন আদমদীঘি সদর ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের এক ঝাঁক যুবক। ঘন্টাব্যপী চলা ম্যাচটি শেষ পর্যন্ত গোল শূন্য ভাবেই শেষ হলে ট্রাইব্রেকারের মাধ্যমে ৪-২ গোলের ব্যবধানে জয় পায় ইউনিয়নের ৪ নম্বর ওযার্ডের যুব টিম। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন রেজাউল করিম স্বপন। খেলা পরিচালনার জন্য রেফারির দায়িত্ব পালন করা শাহিন আলম এবং তাঁর সহকারি রাকিবুল ইসলাম ও আবুল বাসারকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। বেডো সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পালের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন, আদমদীঘি হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম বাপ্পী, ইদ্রিস আলী, নূর আলম ও খেলার ধারা ভাষ্যকার আকরাম প্রমূখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
