সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় আওয়ামী লীগের লকডাউন ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারি আজিজুল হক কলেজে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিরোধ কর্মসূচি

বগুড়া সংবাদ : আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সারাদেশের ন্যায় বগুড়াতেও বিক্ষোভ ও প্রতিরোধ কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী জাকির হোসেন ও শামীম রেজা।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার এইচআরডি সম্পাদক ও কলেজ শিক্ষার্থী আল জাবের হক্কানী, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর যুগ্ম আহ্বায়ক সিফাতুল্লাহ, ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং কলেজ সেক্রেটারি সাকিব হাসান তামিম।
বক্তারা বলেন, “৫ই আগস্ট আওয়ামী লীগের কবর রচিত হয়। যতবার লীগ মাথা চাড়া দেবে, ততবার ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।”
তারা আরও দাবি করেন, দ্রুত জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে এবং গণভোটের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে।
কর্মসূচিতে সরকারি আজিজুল হক কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Check Also

আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *