সর্বশেষ সংবাদ ::

গাবতলীতে চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হত্যা মামলার রায়ে তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

বগুড়া সংবাদ : (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধ : বগুড়ার গাবতলীতে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হোসেন হত্যা মামলায় আদালত তিনজনকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন ও এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে বগুড়া জেলা ও দায়রা জজ শাহজাহান কবির এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাজেদুর রহমান পিন্টু আদালতে উপস্থিত ছিলেন। তবে বাকি আসামিরা পলাতক রয়েছেন। আদালত জানিয়েছেন, গ্রেফতারের পর তাদের সাজা কার্যকর হবে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবুল কালাম ওরফে বাবুল (৩৫) , মিশু (৩০) ও মানিক (৩২) । যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন দেলোয়ার হোসেন দলু (৬৮), আশিক (৩০) ও মাজেদুর রহমান পিন্টু (৪৬) । রাষ্ট্রপক্ষের অভিযোগ প্রমাণিত না হওয়ায় শান্ত নামে এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এছাড়া শিশু দুই আসামির বিচার শিশু আদালতে এখনো চলমান রয়েছে।
ঘটনার সূত্রপাত ২০১৭ সালের ২৭ নভেম্বর রাতে। গাবতলীর দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হোসেনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। সে সময় তিনি এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। স্থানীয় সূত্র জানায়, চারমাথা মোড়ে ওঁৎ পেতে থাকা হামলাকারীরা রামদা দিয়ে কুপিয়ে ফেলে পালিয়ে যায়।
পুলিশের তথ্য অনুযায়ী, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের বড় ভাই মমিন হোসেন পরদিন গাবতলী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে সিআইডির তৎকালীন পরিদর্শক সকির উদ্দিন ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাছেদ বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।

Check Also

আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *