সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় পলিথিন কারখানায় অভিযান: ২৫ হাজার টাকা জরিমানা, ১০১৫ কেজি পলিথিন জব্দ

বগুড়া সংবাদ : বগুড়া জেলার সদর থানার দক্ষিণ বৃন্দাবন পাড়া এলাকায় অবস্থিত ‘টু স্টার প্রিন্টিং পূর্ব পালশা পলিমার কারখানা’-তে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে কারখানার মালিককে ২৫,০০০ টাকা জরিমানা করা হয় এবং ১,০১৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

রবিবার (১০ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ, এটিসি এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লক্ষন চন্দ্র দাস।

মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক)(খ) ধারা এবং ১৫(১) ধারার অপরাধে কারখানার মালিক আলহাজ্ব মোঃ তারিক (৫৫), পিতা মৃত মতিয়ার রহমান, ঠিকানা দক্ষিণ বৃন্দাবন পাড়া, বগুড়া সদর—কে ২৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে খালাস দেওয়া হয়। জব্দ করা পলিথিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা।

 

Check Also

আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *