সর্বশেষ সংবাদ ::

আগামী সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে আব্দুল মুহিত তালুকদার

বগুড়া সংবাদ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা প্রাপ্তির পর আলহাজ্ব আব্দুল মুহিত তালুকদার দুপচাঁচিয়ায় ৪নভেম্বর মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে কুশল বিনিময় করেছেন। কুশল বিনিময়কালে তিনি বিএনপি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সকল ভেদাভেদ ভুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশমতে ধানের শীষ প্রতীকে এক সঙ্গে কাজ করার জন্য আহবান জানান। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহসভাপতি আবু নাছের, পৌর বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, যুগ্ম আহবায়ক ইব্রাহীম আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মহলদার মানিক, চামরুল ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন হেলাল, বিএনপি নেতা আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাক আহম্মেদ, যুবদল নেতা সোহেল রানা, জাহিদ হাসান রোস্তম, কাজী ইলিয়াছ কল্লোল, সবুজ শেখ, মহিলাদল নেত্রী নাছরিন সুলতানা, পলি আক্তার, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে একইদিন বিকালে উপজেলা চাউল কল মালিক সমিতি কমিউনিটি সেন্টারে সৌজন্য সাক্ষাতকালে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সহসভাপতি সুরুজ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, যুবদল নেতা আশরাফুল আলম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম কবিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম বর্ষন প্রমুখ। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকগণ উপস্থিত ছিলেন।

Check Also

সোনাতলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া জেলা দুর্নীতি দমক কমিশনের আয়োজনে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সোনাতলা উপজেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *