সর্বশেষ সংবাদ ::

এস. জেড. এম. সি. ডে ২০২৫ – বন্ধন, গৌরব ও স্মৃতির মহোৎসব

বগুড়া সংবাদ :আনন্দ, ঐক্য ও স্মৃতির বর্ণিল ছোঁয়ায় উজ্জ্বল হয়ে উঠেছিল বগুড়া জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (SZMC) ক্যাম্পাস। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পালিত হলো “এস. জেড. এম. সি. ডে ২০২৫” — এক মহোৎসব যা SZMC পরিবারের বন্ধন ও গৌরবকে নতুন করে উদযাপন করল।

দুই দিনের এই উৎসবের সূচনা হয় ৪ নভেম্বর ২০২৫ তারিখে কিট বিতরণের মাধ্যমে, যেখানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় উচ্ছ্বাসের সঙ্গে। রাত ঘনাতেই আকাশ আলোকিত হয়ে ওঠে চমকপ্রদ আতশবাজির প্রদর্শনীতে, যা আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা ঘোষণা করে।

পরদিন ৫ নভেম্বর ২০২৫, সকালবেলা শুরু হয় স্পট রেজিস্ট্রেশন ও কিট বিতরণ পর্বের মাধ্যমে। এরপর জাতীয় পতাকা উত্তোলন, মেডিকেল কলেজের পতাকা উত্তোলন ও আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় অ্যাকাডেমিক বিল্ডিং প্রাঙ্গণে।
উদ্বোধন অনুষ্ঠান ঘোষণা করেন উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, আহ্বায়ক অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ এবং সদস্য সচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

এর পরপরই উচ্ছ্বাসে ভরা এক গ্র্যান্ড র‍্যালি ক্যাম্পাসজুড়ে বয়ে যায়, যেখানে শিক্ষার্থী ও প্রাক্তনরা একসঙ্গে হাঁটে ঐক্যের প্রতীকে।

উদ্বোধনী পর্বের পর সবাই অংশ নেয় এস. জেড. এম. সি. কেক ফেস্টিভ্যাল ও প্রাতরাশে, যা উৎসবের মিষ্টিমধুর সূচনা এনে দেয়।

পরবর্তী অনুষ্ঠানে ডা. জাহিদুল ইসলাম ও ডা. রুনা পারভীন এর উপস্থাপনায় অতিথি ও আয়োজক কমিটির সদস্যদের স্বাগত বক্তব্য ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে দেয় গর্ব ও প্রেরণার বার্তা। স্বাগত বক্তব্য প্রদান করেন ডা. বিটু এবং প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ডা. পাভেল। এ সময় আয়োজক কমিটির উপদেষ্টাদের মাঝে বক্তব্য প্রদান করেন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মু. মহসীন, অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক, অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ, ডা. এম এ ওয়াহেদ। এছাড়াও আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়কদের মাঝে বক্তব্য প্রদান করেন ডা. আনোয়ার হোসেন মুকুল, ডা. মো. আনিসুর রহমান, ডা. মোজাম্মেল হোসেন, ডা. মো. সারোয়ার হোসেন, ডা. শরীফুল ইসলাম, ডা. মুহম্মদ জহুরুল হক এবং কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম জহির।

এরপর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় গেট-টুগেদার, ব্যাচ বক্তব্য ও স্মৃতিচারণা পর্ব, যেখানে হাসি, আবেগ ও পুরনো দিনের স্মৃতিতে ভরে ওঠে পরিবেশ। দুপুরে সবাই একত্রে নামাজ ও মধ্যাহ্নভোজে অংশ নেন — শিক্ষকদের জন্য কনফারেন্স রুম ও গ্যালারি, প্রাক্তনদের জন্য বিশেষ ব্যবস্থা এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য ডাইনিং হলে আয়োজন করা হয় সুস্বাদু ভোজের।

বিকেলে ছিল রোমাঞ্চকর ট্রেজার হান্ট, আউটিং ও মজার গেমস, যা তরুণ-প্রবীণ সবার মাঝে এনে দেয় নতুন উদ্দীপনা। বিকেল গড়িয়ে সন্ধ্যায় জমে ওঠে সাংস্কৃতিক উৎসব, যেখানে শিক্ষার্থী ও প্রাক্তনরা একসঙ্গে মঞ্চ মাতিয়ে তোলেন সঙ্গীত, নৃত্য ও সৃজনশীল পরিবেশনায়।

রাতের পর্দায় শুরু হয় সবচেয়ে প্রতীক্ষিত পর্ব — এক্সক্লুসিভ কালচারাল নাইট, এক অনবদ্য সঙ্গীত ও নৃত্যের আসর, যা সবাইকে মুগ্ধ করে তোলে। নামাজ ও নৈশভোজের পর শুরু হয় রকিং ও হিপ-হপ মিউজিক নাইট, যেখানে নাচ, গান ও হাসিতে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

এস. জেড. এম. সি. ডে ২০২৫ শেষ হয় আলিঙ্গন, হাসি ও স্মৃতিমাখা প্রতিশ্রুতিতে — “আবার দেখা হবে”র অঙ্গীকারে।

Check Also

সোনাতলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া জেলা দুর্নীতি দমক কমিশনের আয়োজনে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সোনাতলা উপজেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *