সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় তালোড়ায় কবি সম্মেলন

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় বন্দরনগর কবিতা সংসদের ১৩তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে দিনব্যাপী কবি সম্মেলন নানা আয়েজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। আয়োজনের মধ্য ছিল কবি পদযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, কবিতা নিয়ে আলোচনা, কবিতা পাঠ ও গুণীজন সংবর্ধণা প্রদান। এ উপলক্ষ্যে ১ নভেম্বর শনিবার সকালে তালোড়া সরকারি শাহএয়তেবারিয়া কলেজ হতে কবি পদযাত্রা বের হয়। পদযাত্রা শেষে কলেজ হলরুমে কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আজম আলী খাঁন এর সভাপতিত্বে উদ্বোধকের বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোহাঃ হাছানাত আলী। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বগুড়া সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. মোঃ বেল্লাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব পত্রিকার উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান মহসিন আলী রাজু, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক প্রমুখ। পরে কবিতার বিষয় বস্তুনিয়ে আলোচনা ও কবিতা পাঠ করেন বিভিন্ন জেলা হতে আগত বরেণ্য কবিগণ। এতে বক্তব্য রাখেন রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক। বিকালে সমাপনী পর্বে কবিতা সংসদের উপদেষ্টা মোশারফ হোসেন মুন্সী সেলিম এর সভাপতিত্বে ও কবি সিকতা কাজল এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বগুড়া ডেপুটি পোস্ট মাস্টার জেনালের আনোয়ার মল্লিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালোড়া সরকারি শাহএয়তেবারিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জয় কুমার, তালোড়া পৌর সভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকারসহ সংসদের সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন। শেষে কবি ও গুণীজন সহ ছয় জন ব্যক্তিকে সংসদের পক্ষ হতে সন্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ।

Check Also

সোনাতলায় দরিদ্র শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ

বগুড়া সংবাদ : সোনাতলা সদর ইউনিয়নের সুজাইতপুর গ্রামে সমাজসেবা সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *