সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় আফগান-বাংলাদেশের ম্যাচ অনিশ্চিত

বগুড়া সংবাদ : আউট ফিল্ড ভেজা এবং পানি জমার কারণে আগামীকাল শুক্রবারের আফগানিস্তান-১৯ ও বাংলাদেশ-১৯ দলের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি এখন আবহাওয়ার উপর নির্ভর করছে। বগুড়ায় বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা থেকে বৃষ্টি হওয়ার কারণে ম্যাচ মাঠে গড়াতে পারবে কি না তা নিয়ে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে স্টেডিয়ামের কর্মকর্তারা। টানা বৃষ্টির কারণে শীতও বেড়েছে। সে হিসেবে সকালের সেশনে ও বিকালের সেশনে বগুড়া শহীদ চাঁন্দু ক্রিকেট স্টেডিয়ামে থাকছে শিশিরের হানা। মাঠ ভেজা থাকায় বগুড়ায় আফগানিস্তান ও বাংলাদেশ যুবাদের ম্যাচটি এখনো অনিশ্চিত হয়ে আছে।
বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, আগামীকাল শুক্রবারের ওয়ান ডে ম্যাচটি হবে কি না সেটি বৃষ্টি বা আবহাওযার উপর নির্ভর করছে। তবে মাঠের আউট ফিল্ড ভেজা। কিছু পানি জমেছে। সেটি নিষ্কাশনের ব্যবস্থাও করা হচ্ছে। উইকেট সংরক্ষণ করায় সেটি ঠিক আছে। তিনি জানান, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুই দল ইনডোরে অনুশীলন করেছে। সকালে আসে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল আর বেলা ১২টায় আসে সফরকারি আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল। দুই দলই অনুশীলন করে ফিরে যায়। এখন শুক্রবার দ্বিতীয় ওয়ান ডে হবে কি না সে নিয়ে বেশ চিন্তায় রয়েছেন কর্মকর্তারা। বৃহস্পতিবার বিকালে বৃষ্টি কমলেও রোদ না থাকায় মাঠ শুকায়নি। আবহাওয়ার বার্তায় ভালো সংবাদ পাওয়া গেলে বা বৃষ্টি না হলে ম্যাচ পরিচালনা করা যাবে। আর যদি আবার বৃষ্টি হয় তাহলে হয়তো সম্ভব হবে না। তবে মাঠ প্রস্তুত করার সকল চেষ্টায় চালিয়ে যাওয়া হচ্ছে।
এর আগে, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে গত মঙ্গলবার সকালে টসে জয়ী আফগানরা (অনূর্ধ্ব-১৯) প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ছিলো। টস করেন আফগান দলের অধিনায়ক মাহবুব খান ও বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ৫০ ওভারের খেলায় প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে আফগানরা ৯ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগহ করে। জবাবে বাংলাদেশ দলের কালাম সিদ্দিকী এলিনের সেঞ্চুরীতে ভর করে শেষ পর্যন্ত ৪৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করার পর আলো স্বল্পতা দেখা দিলে ম্যাচ আম্পায়ার দুই দলের অধিনায়করে সঙ্গে কথা বলেন। আলোর অভাব দেখা দেওয়ায় ক্রিকেট খেলার আইনে (ডিএলএস মেথড) বাংলাদেশ দলকে ৫ রানে জয়ী ঘোষণা করা হয়।
আগামীকাল শুক্রবার ২য় ওয়ানডে ম্যাচ। ম্যাচ দেখার জন্য কয়েক হাজার দর্শকরা প্রস্তুতি নিলেও বৃষ্টি ভাবিয়ে তুলেছে সকলকে। টিকিট না থাকায় বগুড়ার স্টেডিয়ামে হাজার হাজর দর্শক উপচে পড়ে প্রথম ওয়ানডে ম্যাচে। দ্বিতীয় ম্যাচটি বগুড়ায় হওয়ার পর বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী স্টেডিয়ামে। ৫টি ওয়ানডে সিরিজ খেলতে গত ২২ অক্টোবর বগুড়ায় আসে আফগান দল। পরদিন থেকেই তারা স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করেন। অন্যদিকে, বাংলাদেশ দল রাজশাহীতে অনুশীলন শেষে বগুড়ায় ম্যাচ খেলতে আসে।

Check Also

বগুড়া সদর-৬ আসনে জামায়াতের কর্মশালায় সোহেল নির্বাচনে মহিলাদের বাঁধা দিয়েন না আমরা কোন রক্তচক্ষুকে ভয় করিনা

বগুড়া সংবাদ :  গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া শহরের কলোনী শাহওয়ালীউল্লাহ মিলনায়তনে বগুড়া সদর-৬ আসনের নির্বাচনী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *