সর্বশেষ সংবাদ ::

ফরম পূরনে ফি বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

বগুড়া সংবাদ :  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৩য় বর্ষের ফরম পূরনে ফি বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে শহরের সাতমাথায় কর্মসুচিতে অংশ নেয় সরকারী আজিজুল হক কলেজ ও সরকারী শাহসুলতান কলেজের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী জাকির হোসেন, শিহাব উদ-দৌলা, ইশা, তনু প্রমুখ। বক্তব্যে তারা বলেন, শিক্ষা-বানিজ্য একসাথে চলে না। সংস্কারের নামে অতিরিক্ত ফি মেনে নেওয়া যাবে না। আগামী ২ নভেম্বরের মধ্যে বর্ধিত ফি প্রত্যাহার না করা হলে বগুড়া থেকে বৃহত্তর কর্মসুচি দেওয়া হবে।
তারা বলেন, পূর্বে ফরম পূরনের ফি ১২শ টাকা ছিল। এবার সংস্কারের নামে তা দুই হাজার করা হয়েছে। যা শিক্ষার্থীদের ব্যয় বাড়িয়ে দিয়েছে। এমন অনিয়ম কোনভাবেই মেনে নেয়া হবে না।

Check Also

বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বগুড়ায় কম্বল বিতরণ

বগুড়া সংবাদ : বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং জিয়া পরিবারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *