সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ক্ষুদ্র ও কুটির শিল্পমেলা বন্ধ ঘোষণা করলো প্রশাসন

বগুড়া সংবাদ :  বগুড়ায় অনুমোদন না থাকায় ক্ষুদ্র ও কুটির শিল্পমেলা জেলা প্রশাসন থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম বগুড়া শহরের মোহাম্মদ আলী মাঠে গিয়ে মেলাটি বন্ধ ঘোষণা করেন।
মেলা বন্ধ ঘোষণা করার পর মেলার দোকানদারগণ সাইনবোর্ড, মালামাল সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। বৃষ্টি মাথায় নিয়ে মেলার ভেতরের ডেকোরেশন খুলতে দেখা যায়। মেলা আয়োজক কমিটি মেলার অনুমোদন ও সময় বৃদ্ধির আবেদন করলেও সেটি আইন অমান্য করার অভিযোগে মেলাটি বন্ধ ঘোষণা করা হয়।
বগুড়া জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম সাংবাদিকদের জানান, মেলাটি এই মাঠে আয়োজন করার জন্য ১৫ দিনের অনুমোদন গ্রহণ করেন। পরে সেটি আরো সময় বাড়ানোর জন্য বলা হয়। কিন্তু মেলার অনুমোদন শেষ হয়ে যাওয়ার কারণে অনুমোদন না থাকায় ও আশপাশের পরিবেশ, শৃঙ্খলা অবনতি হওয়ায় মেলাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া এই মাঠে মেলা আয়োজন বন্ধ করার জন্য স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধন শুরু করে। পরে তাদের ক্লাশে পাঠানো হয়। মেলা বন্ধের আগে তাদের সময় প্রদান করা হয়েছিলো। এর আগে, গত ৩ অক্টোবর সকালে মেলাটির উদ্বোধন করা হয়। মেলাটি স্থানীয় কয়েকটি সংগঠন আয়োজন করে।

Check Also

সোনাতলায় দরিদ্র শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ

বগুড়া সংবাদ : সোনাতলা সদর ইউনিয়নের সুজাইতপুর গ্রামে সমাজসেবা সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *