সর্বশেষ সংবাদ ::

গাবতলী দক্ষিণপাড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থানান্তর ইস্যুতে আদালতের তদন্ত কমিটির পরিদর্শন

বগুড়া সংবাদ : (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধি: বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থানান্তর বিষয়টি নিয়ে আদালতের নির্দেশে গঠিত তদন্ত কমিটির পরিদর্শন করেছে।
জানা যায়,বগুড়ার গাবতলীর দক্ষিণপাড়া ইউনিয়ন পরিষদ ১৯৯৩ সালে উপজেলার দক্ষিণপাড়া মৌজায় এলাকায় ২৭ শতক জমির ওপর একটি ভবন নির্মাণ করে কার্যক্রম পরিচালনা করে আসছে। পরবর্তীতে ২০২১ সালে ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও নতুন ভবন নির্মাণের জন্য উজগ্রাম গাবতলায় স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়। এই ইউনিয়ন পরিষদের স্থানান্তরের বিরোধিতা করে লাংলু পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা শাজাহান আলী বাদী হয়ে বগুড়া জজ কোর্টে মামলা নং-৪০৮/২০২১ দায়ের করেন। আদালতের নির্দেশে বিষয়টি তদন্তের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
গত ২৩ অক্টোবর তদন্ত কমিটি ইউনিয়ন পরিষদের পুরাতন ও প্রস্তাবিত নতুন স্থান পরিদর্শন করে। তদন্ত কমিটিতে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ ইবনে মাসুদ, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, সাবেক চেয়ারম্যান নুহ আলম সরদার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু তাহের, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তালেব মিঠু, ইউপি সদস্য বুলু মিয়া, আব্দুল জলিল, আহসান হাবিব লেমন, মুকুল আলম, শিপন আক্তার, লাভলী বেগম, মিনতি বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় স্থানীয়রা ইউনিয়ন পরিষদ স্থানান্তর বিষয়ে নিজেদের মতামত ও দাবি তদন্ত কমিটির কাছে উপস্থাপন করেন।

Check Also

বগুড়ায় মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে অগ্নিসংযোগ

বগুড়া সংবাদ : বগুড়ায় মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *