বগুড়া সংবাদ : বগুড়ায় মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করার পাশাপাশি বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের উত্তর চেলোপাড়ায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। একই সাথে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, দীর্ঘদিন ধরে বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার নারুলী ও সান্দার পট্টি এলাকার মধ্যে মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে নারুলী এলাকার কয়েকজন যুবক বটতলা মোড়ে সান্দার পট্টির তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরই আহতদের মধ্যে দুজন মারা গেছেন এমন গুজব ছড়িয়ে পড়লে সান্ধার পট্টি এলাকার প্রায় শতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে নারুলী এলাকায় হামলা চালায়। এ সময় অন্তত ৩০টি বাড়িতে ভাঙচুর, চারটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। খবর পেয়ে বগুড়া সদর থানা ও ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একপর্যায়ে ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের দুই ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আগুন লাগার পরপরই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। অগ্নিকান্ডের ঘটনায় ৪টি বাড়ির ২০টি কক্ষসহ আসবাবপত্র পুড়ে যায়। এছাড়া পাশে থাকা দুটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখানো জানা যায়নি।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ঘটনার সাথে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। শিগগরই জড়িতদের আইনের আওতায় আনা হবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
