বগুড়া সংবাদ : বগুড়ার সম্পা প্রোপাটিজ ডেভলপার কতৃক সদ্য সাবেক সংসদ সদস্য ডরথী রহমান ও তার জামাতা আতিকুর রহমান মেহেদীকে হত্যার উদ্দেশ্যে শারিরিকভাবে আঘাত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আতিকুর রহমান মেহেদী বলেন, বগুড়া শহরের জলেশ্বরীতলা রায় বাহাদুর লেনে আমার শ্বাশুরী ও তার তিন ভাই মাতৃসূত্রে পাওয়া জায়গায় বিল্ডিং করার জন্য ডেভেলপার নিযুক্ত করে সম্পা প্রোপার্টিজকে। উক্তো প্রোপার্টিজের রেশিয় অনুযায়ী ফ্লাট বুঝেদিতে বলা হলেও প্রোপার্টিজের কর্ণধার সাইরুল ইসলাম ও তার ছেলে মুসাভভির ইসলাম সৌরভকে বলা হলে আজ দেই কাল দেই বলে তালবাহানা করে জোরপূর্বক বাড়িটি দখলের পায়তারা ও অপচেষ্টা করে। তিনি বলেন, গত ২৬ ফেব্রুয়ারি শবে বরাতের দিনে সাইরুল ইসলাম তার দুই ছেলে মোসাভভির হোসেন সৌরভ ও সাব্বির, তার ব্যবসায়ী পার্টনার শাহরিয়ার আরিফ ওপেল, শাহেদ, হিরু, সবুজসহ ১৫/২০ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এসময় আমার শ্বাশুরী ডরথী রহমান
তাদেরকে থামতে বললে সাইরুল ইসলামসহ সন্ত্রাসীরা তাকেও আঘাত করতে থাকে এবং পিস্তল বের করে গুলি করবে বলে বারবার হুমকি দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ এলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। লিখিত বক্তব্যে তিনি বলেন, উক্ত সাইরুল একজন অসৎ ব্যবসায়ী এবং তার সন্তানেরা দাঙ্গাবাজ প্রকৃতির। বাবা ছেলের এহেন সন্ত্রাসী কার্যক্রমে আমরা শংকিত। কারন তারা অবৈধ টাকার মালিক। এসংক্রান্তে বগুড়া সদর থানায় জিডি করা হয়েছে। এসমং সাবেক সংসদ সদস্য ডরথী রহমান, ছোট ভাই ডেরিন পারভেজসহ অন্যরা উপস্থিত ছিলেন।