সর্বশেষ সংবাদ ::

পত্নীতলায় ফুলকুঁড়ি লার্নারস একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  পত্নীতলায় বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল ফুলকুঁড়ি লার্নারস একাডেমির আয়োজনে শনিবার বিকেলে নজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্কুলটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জালাল উদ্দিনের সভাপতিত্বে শিক্ষক রবিউল ইসলাম এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, পত্নীতলা থানার অফিসার্স ইনচার্জ মোজাফফর হোসেন।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নজিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোজাহার আলী, তসলিম উদ্দিন মিয়া।
পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

Check Also

কাহালুর বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিনের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল

বগুড়া সংবাদ : রোববার বাদ আছর বগুড়ার কাহালুর বারমাইল বাস টার্মিনাল জামে মসজিদে উপজেলা বিএনপির সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *