বগুড়া সংবাদ : শনিবার বগুড়ার কাহালুর কালিপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালুর কালিপাড়া ইসমাইল
হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জামগ্রাম ইউ পির সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির (খোক)। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৪. কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালিপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ। অনুষ্ঠানে এম পির সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মো. হেলাল উদ্দিন, কাহালু উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার প্রামানিক, আওয়ামীলীগনেতা জাহিদুর রহমান সহ কালিপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, শিক্ষক/শিক্ষকা, অভিভাবক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
Check Also
পাবনা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপ মহাপরিচালক
বগুড়া সংবাদ:বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের উপ মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী …