সর্বশেষ সংবাদ ::

এপেক্স ক্লাব অব বগুড়ার নুরুল ইসলাম সভাপতি সাইফুল সেক্রেটারী নির্বাচিত

বগুড়া সংবাদ : এপেক্স ক্লাব অব বগুড়ার ২৬ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। এপেক্সিয়ান অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ সভাপতি ও এপেক্সিয়ান অ্যাডভোকেট সাইফুদ্দিন (সাইফুল) সেক্রেটারি নির্বাচিত হয়েছে। গত ১৮ই অক্টোবর বগুড়ার চিটাগাং চাইনিজ হোটেল এন রেস্টুরেন্টে এপেক্সিয়ান আলী হাসান সুফলের সভাপতিত্বে ২৬ সালের কমিটি গঠন উপলক্ষে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন এন আই আর ডি এপেক্সিয়ান নজরুল ইসলাম, এন ওয়াই সি ডি এপেক্সিয়ান সাইফুর রহমান, এন এস ডি এপেক্সিয়ান সাহারুল ইসলাম টিটু, ডিস্ট্রিক্ট-২ গভর্নর এপেক্সিয়ান কামরুজ্জামান অপু, ডিস্ট্রিক্ট-৬ গভর্নর এপেক্সিয়ান তরিকুল ইসলাম, ডিস্ট্রিক্ট-৭ গভর্নর এপেক্সিয়ান শরিফুল ইসলাম বাবু, ডিস্ট্রিক্ট ৮ গভর্নর এপেক্সিয়ান সাখাওয়াত হোসেন সোহেল, আই পি ডি জি ৭ এপেক্সিয়ান মনোয়ার হোসেন লাভলু, এপেক্সিয়ান অ্যাডভোকেট গোলাম মোস্তফা জিয়ন, পি ডি জি-৭ এপেক্সিয়ান রফিকুল ইসলাম, ন্যাশনাল সার্জেন্ট এপেক্সিয়ান ইয়াসিন সুমন আইপিএনএডি এপেক্সিয়ান কামরুল ইসলাম, পি এন পি ও লাইভ গভর্নর এপেক্সিয়ান ডাক্তার এ এইচ এম মশিহুর রহমান, বগুড়া ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান রেজাউল করিম, আহসান হাবিব সেলিম,  ফেরদৌসী আক্তার রুনা,  সারোদি সাবনম মিঠুন, সুফিয়া বেগম কোহিনুর, ক্লাব সেক্রেটারি শহিদুল ইসলাম পাঠান, বগুড়া ক্লাব সদস্য যথাক্রমে চেয়ারম্যান মহরম আলী প্রতীক ওমর, রেজাউল আখলাক, কোহিনুর খানম, গোলাম কিবরিয়া, মুন্না, রাহুল প্রমুখ।

Check Also

খালদা জিয়ার সু¯তা কামনায় দুপচাঁচিয়ায় উপজলা সিএনজি মালিক সমিতির দায়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বিএনপির চয়ারপার্সন ও সাবক প্রধানম¿ী দশনত্রী বগম খালদা জিয়ার দ্রæত রাগমুক্তি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *