সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় তানযীমুল উম্মাহ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ

বগুড়া সংবাদ: তানযীমুল উম্মাহ মাদরাসা বগুড়া শাখা সমূহের উদ্যোগে দিনব্যাপী বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮ টায় ১ হাজার ৪০০ ছাত্র-ছাত্রীদের নিয়ে করতোয়া কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নুরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর হাবিবুল্লাহ আল আমিন, ইন্টারন্যাশলাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্টস অর্গানাইজেশন (ইফসো) এর মহাসচিব ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শাখা প্রধানদের মধ্যে মাওলানা মোঃ শাহ আলম, মাওঃ নাজমুল হাসান মিজান, হাফেজ মাওলানা মহিউদ্দীন আব্দুল কাদের জিলানী, হাফেজ মাওলানা আতাউর রহমান এবং হাফেজ মাওলানা শাহাবুদ্দিন সরকারসহ পাঁচটি শাখার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ
তানযীমুল উম্মাহ মাদরাসা বগুড়ার ৫টি শাখার প্রথম সেশন ৯০০জন ছাত্র ও দ্বিতীয় সেশনে ৫০০জন ছাত্রী মোট ১ হজার ৪০০জন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে মনমুগ্ধকর তেলাওয়াত, ইসলামী সঙ্গীত ও বক্তব্য পরিবেশন করেন তানযীমুল উম্মাহ মাদরাসার শিক্ষার্থীরা। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Check Also

আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়ার মিছিল ও স্মারকলিপি প্রদান

বগুড়া সংবাদ : ‎দেশব্যাপী বেসরকারি শিক্ষক কর্মচারীদের চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে ২০% বাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *