সর্বশেষ সংবাদ ::

সত্যেন সেন গণসঙ্গীত প্রতিযোগিতায় রাজশাহী বিভাগে বগুড়া উদীচী সেরা

বগুড়া সংবাদ : “কন্ঠরোধের কানুন ভেঙে – কণ্ঠ ছেড়ে গান ধরেছি”  এই স্লোগান কে সামনে রেখে উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী বিভাগীয় কমিটির  আয়োজনে শুক্রবার  (১ মার্চ ২০২৪) বিভাগীয় পর্যায়ে সত্যেন সেন গণসঙ্গীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা রাজশাহী বরেন্দ্র কলেজে অনুষ্ঠিত হয়।

ক” বিভাগে প্রথম স্থান অর্জন করেছে বগুড়া উদীচীর শিশু শিল্পী সৌমিকা লাহিড়ী।  খ” বিভাগে প্রথম স্থান অর্জন করেছে বগুড়া উদীচীর শিল্পী নবনীতা ঘোষ শ্রেয়া গ” বিভাগে প্রথম স্থান অর্জন করেছে কামরুন মুনিরা ডালিয়া। ঘ ” বিভাগে (দলীয়) প্রথম স্থান অর্জন করেছে উদীচী বগুড়া জেলা সংসদ। বগুড়া উদীচী  ৪ টি বিভাগের প্রতিটিতেই প্রথম স্থান অর্জনের মাধ্যমে সাফল্যের পরিচয় দিয়েছে। আগামী ৮ ও ৯ মার্চ উদীচী বগুড়া জেলা সংসদ ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় গণসংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *