সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বগুড়া সংবাদ : ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে স্কুল মাঠে শিবগঞ্জ ফায়ার স্টেশন উদ্যেগে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহরা শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, শিবগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার তোহিদ আল আরাফ, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন প্রাং, সমবায় কর্মকর্তা ফাতেমা তুজ জহুরা, প্রাথমিক শিক্ষা অফিসার কাজী জাহাঙ্গীর হোসেন, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম প্রমূখ।

Check Also

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা যুবদলের প্রস্তুতি সভা

বগুড়া সংবাদ :বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা যুবদলের প্রস্তুতি সভা দলীয় কার্যালয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *